ঐকমত্যের ভিত্তিতেই এগোবে বিএনপি: আমীর খসরু

ঐকমত্যের ভিত্তিতেই এগোবে বিএনপি আমীর খসরু, বিএনপি, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রার্থী ঘোষণা, ঐকমত্য, বাংলাদেশ–জার্মানি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতেই এখন এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি দেশের জনগণ। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়েই আমাদের এগোতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোর সমাধান আগামী নির্বাচনের পরেই হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির দেওয়া অনেক বিষয়ে এখনও ঐকমত্য হয়নি, আমরা তা মেনে নিয়েছি। তাই অন্য দলগুলোকেও সেই পরিপক্বতা দেখানো উচিত।”

দলের প্রার্থী ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, কোন দল কখন প্রার্থী ঘোষণা করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। বিএনপি বড় দল, একাধিক প্রার্থীর আগ্রহ থাকবেই। তবে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তাকে সমর্থন জানাবে।”

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিন বিদেশি রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। রাজনৈতিক যোগাযোগ স্বাভাবিক বিষয়—যে কেউ কারও সঙ্গে দেখা করতে পারেন।”

আরো পড়ুন : ৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত খালেদা জিয়ার

এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের বৈঠক হয়। বৈঠক শেষে আমীর খসরু জানান, সেখানে বাংলাদেশ–জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক আলোচনা হয়েছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.