নুরের প্রশ্ন: জি এম কাদের কীভাবে বলতে পারেন ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না’?
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।
রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম, আমাদের সবাইকে মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কয়েকদিন আগে জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। এমন কথা বলার পরও তিনি কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন—তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়ার সুযোগ পেলে তারা আবারও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপকর্ম চালাবে।”
বক্তব্যের শুরুতে নুরুল হক নুর ১৯৭১ সাল থেকে ২০২৪ সালের গণআন্দোলনে শহীদ সব আত্মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের অনেক পরিবারের সদস্য এখনো আর্থিক সংকটে ভুগছেন। অনেকে চিকিৎসার অবহেলায় পঙ্গুত্ব বরণ করেছেন। এর দায় সরকার এড়াতে পারে না। সময়মতো চিকিৎসা দিলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না।”
তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না—এটি ছিল সব দলের সম্মিলিত প্রচেষ্টা। তবে সবচেয়ে বড় অবদান ছিল শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের, যারা নিজের জীবন উৎসর্গ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে।”
আরো পড়ুন: আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংসদ গঠনের আহ্বান
নুরুল হক নুর বলেন, “২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি বিভিন্ন সময় আন্দোলনসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিয়েছেন। এমনকি আমাদের মিছিলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিক—এই বিষয়ে সংশ্লিষ্টদেরও তিনি বলেছেন। এভাবেই তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।”


No comments