প্রতীক নিয়ে বিএনপির আবেদনে সিদ্ধান্ত দেবে ইসি
জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রবিবার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ
ইসি সচিব বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নির্বাচনী সহায়তা– এসব বিষয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, সংস্থাটি কত সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে, তা নিয়ে আলোচনা হয়নি। তবে তারা ভোটের আগে ও পরে মিলিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকতে আগ্রহী।
স্বৈরাচারের দোসররা এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে : জয়নুল আবদিন ফারুক


No comments