প্রতীক নিয়ে বিএনপির আবেদনে সিদ্ধান্ত দেবে ইসি

 

প্রতীক নিয়ে বিএনপির আবেদনে সিদ্ধান্ত দেবে ইসি সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, ভাইরাল নিউজ, আজকের সংবাদ আপডেট, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, দেশের রাজনীতি সংবাদ,

জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রবিবার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ

ইসি সচিব বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নির্বাচনী সহায়তা– এসব বিষয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও জানান, সংস্থাটি কত সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে, তা নিয়ে আলোচনা হয়নি। তবে তারা ভোটের আগে ও পরে মিলিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকতে আগ্রহী।

স্বৈরাচারের দোসররা এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে : জয়নুল আবদিন ফারুক

No comments

Powered by Blogger.