জানা গেছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ।

 
জানা গেছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ। সর্বশেষ সংবাদ,মেট্রো রেলের . ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, ভাইরাল নিউজ, আজকের সংবাদ আপডেট, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, দেশের রাজনীতি সংবাদ,

ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক পথচারীর মৃত্যু

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিষয়টি জানানো হয়েছে, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। এটি নিচের পিলারের সঙ্গে উড়ালপথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি উপাদান, যা গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে বিতরণ করে।

অধ্যাপকদের জন্য বিনা-সুদের ঋণ ও সার্কমানের তুলনায় উচ্চতর বেতনস্কেল ঘোষণা

বিশেষজ্ঞদের মতে, মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে গেছে। প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার যথাযথ ব্যবস্থা না থাকায় এটি খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য রাবারের পরিবর্তে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল প্যাড ব্যবহার করতে হবে।

মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে এইসব বিয়ারিং প্যাড থাকে। প্রতিটির ওজন আনুমানিক ১৪০–১৫০ কেজি। এসব প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে মেট্রোরেল চলাচল বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

এরআগে বুধবার (১৮ সেপ্টেম্বর) খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

আরো পড়ুন


No comments

Powered by Blogger.