দুর্গাপূজার শুভেচ্ছা, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এটাই আমাদের বিশ্বাস। শারদীয় উৎসব হোক নিরাপদ ও আনন্দমুখর। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন, সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিন।
আরো পড়ুন : দুর্গাপূজা: কবে কোন পূজা
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ প্রসঙ্গে তিনি নবী করিম (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, রাষ্ট্রের আশ্রয়প্রাপ্ত অমুসলিমদের প্রতি অন্যায়-অত্যাচার কেয়ামতের দিনে মারাত্মক দায় হিসেবে গণ্য হবে।
আরো পড়ুন : অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে : মঈন খান
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আলাদা বিবৃতিতে হিন্দু সম্প্রদায়কে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।


No comments