অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে : মঈন খান
অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক বছর আগে ছাত্র-জনতা একসাথে আন্দোলন করেছিল। তবে এর মানে এই নয় যে সংগ্রাম শেষ হয়ে গেছে। এমনটি মনে করলে সেটি হবে মারাত্মক ভুল।
তিনি বলেন, অন্যায়-অনাচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। কারণ বারবার এ ধরনের অনাচার ফিরে এসে সৎ ও সুশীল মানুষের ওপর জুলুম চালায়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান আরও বলেন, এক বছর আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, আজ তা আর নেই। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা কোনো অন্যায়, জুলুম-অত্যাচার বা দুর্নীতি মেনে নেব না, বরং প্রতিরোধ করব।
অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সে বার্তা দিতেই প্রতিবছর দুর্গার আবির্ভাব হয়: মঈন খান
তিনি বলেন, এ দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, আমরা তাকেই স্বাগত জানাব।
মঈন খান আরও বলেন, শুধু উৎসব করলেই চলবে না, শারদীয় দুর্গাপূজার মূল বার্তা মনে রাখতে হবে। অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। প্রতিবছর দুর্গা আবির্ভাবের বার্তাই হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। এ পূজা মণ্ডপে আজ শুধু হিন্দু ভাইবোন নয়, মুসলিম ভাইবোনরাও আনন্দ ভাগাভাগি করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা সংঘের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার এবং নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments