চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁর ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আরো পড়ুন : প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান
আরো পড়ুন : ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে, লন্ডনে চিকিৎসাধীন
পরে দীর্ঘ পরীক্ষানিরীক্ষার পর ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব নয়। আংশিক অপারেশনের পর এখন তাঁকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে, যা চলবে ছয় সপ্তাহ। এরপর এক মাস তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
সেখানকার ডাক্তারগণ যখন অনুমতি দিবেন আশা করছি তখন তিনি বাংলাদেশে আসতে পারবেন।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments