ডাকসু নির্বাচন নিয়ে রিজভী: ব্যালট নীলক্ষেতে ছাপা হয়েছে, চাপা দেবেন কীভাবে?
ডাকসু নির্বাচন নিয়ে রিজভী: ব্যালট নীলক্ষেতে ছাপা হয়েছে, চাপা দেবেন কীভাবে?
ডাকসু নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, প্রশাসন অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে এক স্মরণসভায় তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে হয়নি, নানা অনিয়মের প্রতিক্রিয়াও প্রশাসন দেয়নি। তিনি প্রশ্ন রাখেন— “ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে, এটি কীভাবে চাপা দেওয়া যাবে?”
রিজভী বলেন, একপক্ষীয়ভাবে নির্বাচন পরিচালনা করে কারও ব্যক্তিস্বার্থ হাসিল করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিশ্রুতির পরিবর্তে নির্দিষ্ট শ্রেণি অসৎ কর্মকাণ্ড চালাচ্ছে, যা অব্যাহত থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনাকে সরানো গেলেও ষড়যন্ত্র এখনো চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া বিকল্প নেই।


No comments