ছয় বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত, বরিশালে আওয়ামী লীগ

 ছয় বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত, বরিশালে আওয়ামী লীগ



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জরিপে দেখা গেছে, দেশের আট বিভাগের মধ্যে ছয়টিতে এগিয়ে রয়েছে বিএনপি। রংপুরে এগিয়ে আছে জামায়াতে ইসলামী, আর বরিশালে এখনো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে এগিয়ে রেখেছেন উত্তরদাতারা।

জরিপের ফলাফল প্রকাশ


বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস মিলনায়তনে ‘জনগণের নির্বাচন-ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (বিআরএআইএন)।

জরিপের তথ্য তুলে ধরে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার বলেন, “মূলত জনগণ আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান—সেটিই জানার চেষ্টা করেছি।”

এগিয়ে বিএনপি


২–১৫ সেপ্টেম্বর দেশের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে পরিচালিত এ জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। তাদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত জানিয়েছেন।

ফলাফলে দেখা যায়—


ঢাকা বিভাগে বিএনপির সমর্থন ৪০.৮%

  • ময়মনসিংহে ৪৫.৭% - 
  • সিলেটে ৪৪.৭%
  • খুলনায় ৪৩.৩%
  • চট্টগ্রামে ৪১.৯%
  • রাজশাহীতে ৪৪.৪%

অন্যদিকে, রংপুর বিভাগে ৪৩.৪% সমর্থন নিয়ে এগিয়ে জামায়াতে ইসলামী। আর বরিশালে ৩১.৯% উত্তরদাতা আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন।


দলভিত্তিক সমর্থনের চিত্র


মোটামুটি জাতীয় পরিসরে দেখা গেছে—

  • বিএনপিকে ভোট দিতে চান ৪১.৩% উত্তরদাতা (মার্চে ছিল ৪১.৭%)
  • জামায়াতের সমর্থন কমে হয়েছে ৩০.৩% (মার্চে ছিল ৩১.৬%)
  • আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছেন ১৮.৮% (মার্চে ছিল ১৪%)
  • এনসিপি ৪.১% (কমে এসেছে ৫.১% থেকে)
  • জাতীয় পার্টি ০.৯%

ইসলামী আন্দোলনের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩.১% (মার্চে ছিল ২.৫%)


যোগ্য দল নিয়ে জনমত


সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি—এমন প্রশ্নে ৩৯.১% উত্তরদাতা বিএনপির পক্ষে রায় দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষে ১৭.৭%, জামায়াতের পক্ষে ২৮.১%, এনসিপির পক্ষে ৪.৯% এবং অন্যান্য দলের পক্ষে ১০.২% ভোট পড়েছে।

যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, তবে তাদের ভোট কোথায় যাবে—এ প্রশ্নে ৪৫.৬% উত্তরদাতা বলেছেন বিএনপির দিকে। জামায়াত পাবে ৩৩.৫%, এনসিপি ৪.৭%, ইসলামী আন্দোলন ৩.৮% এবং জাতীয় পার্টি ২.১%।

ভোটারদের প্রোফাইল


জরিপে দেখা গেছে—

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে সমর্থন বেড়েছে, উল্টোটা ঘটেছে জামায়াতের ক্ষেত্রে।

নারীদের ও জেন-জেড প্রজন্মের মধ্যে জামায়াতের সমর্থন তুলনামূলক বেশি।

শিক্ষার মাত্রা যত বাড়ছে, জামায়াতের সমর্থন তত বাড়ছে; বিপরীতে বিএনপির সমর্থন কমছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মতামত


অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক চেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রবণতা তুলনামূলক কম। তাদের মধ্যে ৮% পাকিস্তানের সঙ্গে এবং ১৫.১% ভারতের সঙ্গে দূরত্ব চেয়েছেন।

ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা


মার্চের জরিপে সবচেয়ে বেশি (৭১.২%) মানুষ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়েছিলেন। তবে সেপ্টেম্বরের জরিপে অগ্রাধিকার বদলেছে—সবচেয়ে বেশি ৫৭.৫% উত্তরদাতা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা।


No comments

Powered by Blogger.