আজ মহাষষ্ঠী, শুরু হলো পাঁচ দিনের দুর্গোৎসব

 

আজ মহাষষ্ঠী, শুরু হলো পাঁচ দিনের দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের সূচনা মহাষষ্ঠীতে

আজ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনন্দঘন আয়োজন। সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ আর ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

গতকাল শনিবার সন্ধ্যায় পঞ্চমীর বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করা হয়।

আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী আর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

শাস্ত্র মতে, এ বছর দেবী দুর্গা এসেছেন গজে (হাতি), যা শস্যশ্যামলা ধরিত্রীর বার্তা বহন করে। তবে গমন হবে দোলায় (পালকি), যার কারণে মড়কের আশঙ্কার ইঙ্গিত রয়েছে।

এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীতেই রয়েছে ২৫৫টি মণ্ডপ।

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে চালু করা হয়েছে বিশেষ মনিটরিং অ্যাপ।


No comments

Powered by Blogger.