সম্মানের লড়াইয়ে ৫ গোল খেল রেয়াল মাদ্রিদ
| ছবি সংগৃহিত |
৭৫ বছর পর রিয়ালের জালে ৫ গোল, দাপুটে জয়ে ইতিহাস গড়লো আতলেতিকো
গত মার্চে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি শটে গড়বড় করে গোল বাতিল হয়েছিল হুলিয়ান আলভারেসের। নয় মাস পর আবার মুখোমুখি হয়ে সেই দুঃখ ঘুচিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা। শনিবার মাদ্রিদ ডার্বিতে আলভারেসের জোড়া গোলে ভর করে রিয়ালকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
আতলেতিকোর হয়ে বাকি তিন গোল করেছেন রবিন লে নরমান্দ, আলেক্সান্দার সরলথ ও আঁতোয়ান গ্রিজমান। রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলাশ।
এই জয়ে ৭৫ বছরের পুরোনো কীর্তি গড়লো আতলেতিকো। ১৯৫০ সালের পর এই প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জালে ৫ গোল দিল দলটি। এর আগে সেই বছরে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছিল তারা। লা লিগায়ও দীর্ঘদিন পর রিয়াল হজম করলো অন্তত ৫ গোল—সর্বশেষ ২০১৮ সালে বার্সার কাছে ৫-১ ব্যবধানে হেরেছিল তারা।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় আতলেতিকো, পরে রিয়াল ২-১ ব্যবধানে লিড নেয়। তবে বিরতির আগেই সরলথের গোলে সমতায় ফেরে সিমিওনের দল। দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ নেয় আতলেতিকো—আলভারেসের পেনাল্টি ও ফ্রি কিক এবং গ্রিজমানের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, আর ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
ম্যাচ শেষে নায়ক আলভারেস বলেন,
“আমরা জানতাম ডার্বি জেতা কতটা জরুরি। শীর্ষে থাকা দলগুলোর সঙ্গে ব্যবধান কমাতে এই জয় গুরুত্বপূর্ণ। আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম, হাল ছাড়িনি এবং সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি।”
চ্যাম্পিয়নস লিগে বাতিল হওয়া সেই পেনাল্টির পর এবার আবার পেনাল্টিতেই গোল করেছেন আলভারেস। প্রসঙ্গে তিনি বলেন,
“প্রতিটি পেনাল্টি মানেই নতুন শট, প্রতিটি ম্যাচই নতুন সুযোগ।”

No comments