অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে পরিস্থিতি গুইমারায়
অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে পরিস্থিতি গুইমারায়
খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এর মধ্যেই খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে।
অবরোধের কারণে জেলার ভেতরে ও বাইরে সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে। ফলে পাহাড়ি জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
অবরোধের তৃতীয় দিনে সরেজমিনে দেখা যায়, বাজার ও আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, "গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন আছে, নাশকতা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।"
খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো অবরোধে স্থবির জনজীবন, ১৪৪ ধারা বহাল
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


No comments