খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪  ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে সকালে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলার বিভিন্ন স্থানে অবরোধ শুরু হয়। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়। শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামারসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাটিরাঙ্গার সাপ্তাহিক হাটেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল কম। তবে শহর ও উপজেলা পর্যায়ে ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যান চলাচল করেছে।

পর্যটক পরিবহনও প্রভাবিত হয়। খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রায় দুই হাজার পর্যটক ২০০টির বেশি গাড়িতে সাজেকে গেছেন।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।


ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়কে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ




No comments

Powered by Blogger.