ইসি কর্মকর্তাদের ৫ দফা দাবি, নির্বাচন কমিশন সার্ভিস গঠনের প্রস্তাব
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা নির্বাচন কমিশন সার্ভিস গঠনসহ পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তারা দাবি জানান, দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করতে হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া; পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য নতুন পদ সৃজন ও পদোন্নয়নসহ প্রস্তাবিত জনবল কাঠামো দ্রুত অনুমোদন করা; জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে এনআইডি সেবা স্থায়ীভাবে নির্বাচন কমিশনের অধীনে রাখা।
এ ছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তার অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন এবং এ উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া।


No comments