বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগ-জাপাসহ ১৪ দল নির্বাচনের বাইরে থাকবে’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেন, আদালত যদি পরবর্তীতে মনে করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা ১৪ দল অন্যধরনের রাজনীতি করতে পারে, তবে তাদের আপত্তি থাকবে না।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে দলীয় সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণও বন্ধ করতে হবে। কেউ যদি তাদের নির্বাচনে সুযোগ দেওয়ার চেষ্টা করে, তবে তা আমাদের রক্তের বিনিময়েই করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের একটি মহল অসুস্থ নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চাইছে না। তাদের ধারণা, নুরকে বিদেশে নেওয়া হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকারপ্রধান অনুমতি দেওয়ার পরও এখনো বিলম্ব করা হচ্ছে।
নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন রাশেদ। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।


hi
ReplyDelete