আইন উপদেষ্টার ৫ বছর আগের পোস্ট শেয়ার করে হাসনাতের বার্তা কী?

                           

আইন উপদেষ্টার ৫ বছর আগের পোস্ট শেয়ার করে হাসনাতের বার্তা কী?



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ আইনশাসত্র উপদেষ্টা ড. আসিফ নজরুলের পাঁচ বছর পুরনো একটি পোস্ট শেয়ার করেছেন। মঙ্গলবার দুপুরে সেই পোস্টটি শেয়ার করে তিনি ক্যাপশনে শুধুমাত্র লিখেছেন, “আচ্ছা।” মূল পোস্টটি আসিফ নজরুল ১২ জুন, ২০২০ তারিখে লেখেন।

পোস্টে তিনি লিখেছেন, যদি আমার কাছে ক্ষমতা থাকতো, তাহলে উচ্চপদে থাকা বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিগণ বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যেতে পারতেন না। তাদের সন্তানরা কোনোভাবেই সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো পদে বা কাজে যুক্ত থাকতে পারবে না — ক্ষমতা, চাকরি বা ব্যবসার মাধ্যমে নয়।

আরো বলেছিলেন, সপ্তাহে অন্তত একদিন তাদের রাজপথের জনগণবাহী পরিবহনে যাত্রা করতে হবে। রাস্তায় চলাচলের সময় তারা অন্য কোন যানরোধ করতে পারবে না। বিদেশ সফরে তারা অপ্রয়োজনীয় সফরসঙ্গীকে সঙ্গে নিতে পারবেন না; কোন জরুরি কারণে সঙ্গে নেওয়ার প্রয়োজন হলে তা সংসদকে জানাতে হবে।

জনগণের অর্থে কোনো উদ্বোধনী কাজ বা জনসেবামুখী কার্যক্রমে তাদের নিজ নাম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তাদের ‘মহামান্য’ বা ‘মাননীয়’ নামে সম্বোধনও নিষিদ্ধ করা হবে। তাদের এবং তাদের পরিবারের দেশ-বিদেশের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণের সামনে প্রকাশ্য করা হবে। দুর্নীতি দমন সংস্থার (দুদক) ভেতরে একটি স্বতন্ত্র এবং সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ক তদন্তের জন্য থাকবে। এছাড়া আরও নানা ব্যবস্থা গ্রহণ করতাম—যারা লুটেরা, চোর বা সন্ত্রাসীদের মধ্যে পড়েন, তাদের জীবন দুর্বিষহ করে তুলতাম।

No comments

Powered by Blogger.