চ্যাম্পিয়ন ভারতের জন্য বিশাল অঙ্কের পুরস্কার


চ্যাম্পিয়ন ভারতের জন্য বিশাল অঙ্কের পুরস্কার

এশিয়া কাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল এবং সহায়ক স্টাফদের জন্য ২১ কোটি রুপি নগদ পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। রবিবার অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর এই ঘোষণা করা হয়।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআইকে বলেন, “এটি ছিল অসাধারণ জয়। উদযাপনের অংশ হিসেবে খেলোয়াড় ও সহায়ক স্টাফদের জন্য ২১ কোটি রুপির নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।”

এই অর্থ বিতরণ করা হবে। আমরা আমাদের ক্রিকেটারদের এবং সহায়ক স্টাফদের দুবাইয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য অত্যন্ত গর্বিত।’

বোর্ডের সোশ্যাল মিডিয়ায়ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। ‘তিনটি ধাক্কা।

শূন্য প্রতিক্রিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ২১ কোটি রুপি পুরস্কার দল ও সহায়ক স্টাফের জন্য।’

ভারতীয় দল টুর্নামেন্ট জুড়ে অপরাজিত তেকে চ্যাম্পিয়ন হয়েছে ।

ভারতের ট্রফি নিতে অস্বীকৃতি, ক্ষোভে ফুঁসছেন সালমান আঘা

টুর্নামেন্টের সাতটি ম্যাচেই জয় অর্জন করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এশিয়ার অপরাজেয় চ্যাম্পিয়নরা। পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে প্রভুত্বপূর্ণ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। তিলক ভার্মা এবং কুলদীপ যাদবের চমৎকার পারফরম্যান্স। চাপের মধ্যে দারুণ প্রদর্শনী।”

দলীয় একতা, ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় ভারতের নবম এশিয়া কাপ শিরোপা জয়ের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.