টুর্নামেন্ট সেরা হলেও শাহীন আফ্রিদিকে খোঁচা অভিষেকের

 

টুর্নামেন্ট সেরা হলেও শাহীন আফ্রিদিকে খোঁচা অভিষেকের
 

 ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন অভিষেক শর্মা স্বপ্নের মতো কাটানো এশিয়া কাপ শেষ করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের পর এই সম্মাননা তিনি হাতে তুলে নেন।

ফাইনালের বড় মঞ্চে মাত্র পাঁচ রানে আউট হলেও, পুরো টুর্নামেন্ট জুড়ে অভিষেকের ঝোড়ো ব্যাটিংই ভারতের রেকর্ড নবম এশিয়া কাপ শিরোপা জয়ের মূল চালিকাশক্তি ছিল। সাত ইনিংসে তিনি ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছেন, গড় ৪৪.৮৫।

সুপার ফোর পর্বে তিনটি ম্যাচে টানা অর্ধশতক হাঁকিয়েছেন অভিষেক শর্মা। পাকিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচে (৩৪ ও ৭৪ রানের ইনিংস) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও ফাইনালে ফাহিম আশরাফের বলে মাত্র ৫ রানে আউট হন, তার সামগ্রিক প্রভাব পুরো টুর্নামেন্ট জুড়ে স্পষ্ট ছিল।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় নিজের ব্যাটিং মানসিকতার কথা জানিয়ে অভিষেক বলেন, “আমার পরিকল্পনা ছিল পাওয়ারপ্লেতে স্পিনার বা পেসার যাকেই পাই, কাজে লাগাতে হবে।”

কারণ যদি দেখেন, যে কোনো বোলার, এমনকি ‘প্রিমিয়াম’ ফাস্ট বোলারও হোক (হাসি), আমি প্রথম বল থেকেই আক্রমণ চালাতে চাই। আর এটাই আমার দলের জন্য ইনপ্যাক্ট এনে দিতে পারে। সেটাই করতে চাই।’

‘প্রিমিয়াম ফাস্ট বোলার’ মন্তব্যে গ্যালারি ও সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

শব্দটিকে অনেকেই শাহীন শাহ আফ্রিদিকে উদ্দেশ করে করা পরোক্ষ খোঁচা হিসেবে দেখছেন। কারণ টুর্নামেন্টের সুপার ফোর ম্যাচে (২১ সেপ্টেম্বর) আফ্রিদির নতুন বলের আক্রমণকে দাপটের সঙ্গে সামলেছিলেন অভিষেক, চার-ছক্কায় ছিন্নভিন্ন করেছিলেন তার স্পেল।

মজার ব্যাপার হলো, আফ্রিদি নিজে কখনো নিজেকে প্রকাশ্যে ‘প্রিমিয়াম’ বলেননি, তবে একটি বিজ্ঞাপনে তিনি এই ট্যাগলাইন ব্যবহার করেছিলেন। সেখান থেকেই বিষয়টি আলোচনায় আসে। অভিষেকের মন্তব্য তাই অনেকেই তার প্রতি খোঁচা হিসেবে ধরে নিচ্ছেন, যা ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে আরো উসকে দিয়েছে।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে কখনো দেখিনি’— বললেন সূর্যকুমার

No comments

Powered by Blogger.