আমার সিদ্ধান্ত ঠিক ছিল, সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

 

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’—এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেন। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিতটি কার দিকে তা বোঝা কঠিন হয়নি।

ফেসবুক ব্যবহারকারীদের মতে, তিনি ইঙ্গিত করেছেন ক্রিকেটার সাকিব আল হাসানের দিকে। সম্প্রতি সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় সমালোচনার মুখে পড়েছেন এবং আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমও ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি স্পষ্ট করে লেখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব ও রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বক্তব্য যারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য এখন জাতির কাছে পরিষ্কার।

ডা. সায়ন্থ: যে যতই বলুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে

তিনি আরও বলেন, যেভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের বুদ্ধিজীবী, সাংবাদিক, কূটনৈতিক কিংবা পেশাজীবীর পরিচয়ে নরমালাইজ করার চেষ্টা হয়েছে, তেমনি সাকিবকেও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু জুলাই প্রজন্ম ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কাঠামো ভেঙে না দেওয়া পর্যন্ত থামবে না।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন



No comments

Powered by Blogger.