বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা ! সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা ! সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টার দিকে দক্ষিণ ওডিশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে দক্ষিণ ওডিশা ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরতে সরতে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়ার প্রবণতা বিরাজ করছে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।


No comments