আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ১৩ নেতা-কর্মী আটক

আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ১৩ নেতা-কর্মী আটক

 রাজধানীতে বিশেষ অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এ এস এম আল সনেটও রয়েছেন।

ডিবির তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ, যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান নিছার আলী, সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক ফয়সাল, ঢাকা মহানগর দক্ষিণের আইনবিষয়ক সম্পাদক মুরসালিন তালুকদার, আমতলী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমানসহ আরও কয়েকজন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটকরা ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে বরগুনার মাহবুবুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

No comments

Powered by Blogger.