মৃতদেহে নখ কাটার অনুমতি আছে কি?

মৃতদেহে নখ কাটার অনুমতি আছে কি?

 

 প্রশ্ন: কয়েকদিন আগে আমার এক আত্মীয় ইন্তেকাল করেছেন। গোসল করানোর সময় দেখা যায় তাঁর হাতের নখ বড়। তখন কেউ তা কেটে দেয় এবং চুলও ছেঁটে আঁচড়ে দেয়। জানতে চাই—মৃতের নখ কেটে দেওয়া বা চুল-দাড়ি ছেঁটে আঁচড়ে দেওয়ার শরয়ি হুকুম কী?

উত্তর (পুনর্লিখন):

মৃত ব্যক্তির নখ বা চুল বড় হলেও সেগুলো কেটে দেওয়া জায়েজ নয়। শরীয়তে মৃতকে গোসল, কাফন ও দাফন করার নির্দেশ আছে, কিন্তু নখ বা চুল কাটার কোনো অনুমতি নেই। এমনকি মৃতের শরীরে কোনো রকম সাজসজ্জা করা বা চুলে সিঁথি দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়ে

ছে। তাই মৃতকে যেভাবে পাওয়া যায়, সেভাবেই তাকে দাফন করতে হবে।

প্রখ্যাত তাবেঈ ইবরাহীম নাখায়ী (রহ.) বর্ণনা করেছেন—উম্মুল মুমিনীন আয়েশা (রা.) এক মৃত ব্যক্তির চুল আঁচড়ে দিতে দেখে আপত্তি জানালেন: “তোমরা মৃতের চুল কেন আঁচড়াচ্ছ?” (কিতাবুল আছার ১/২৪২)।

ইবনে সীরীন (রহ.) বলেন, মৃতের নাভীর নিচের পশম ও নখ কাটা তিনি অপছন্দ করতেন এবং বলতেন, অসুস্থ ব্যক্তির জীবিত অবস্থায়ই পরিবারের উচিত এসব পরিষ্কার করে দেওয়া।

হানাফি মাজহাবের প্রসিদ্ধ গ্রন্থ আল ফাতাওয়া আল হিন্দিয়া (১/১৫৮)-এ স্পষ্টভাবে উল্লেখ আছে: মৃতের চুল বা দাড়ি আঁচড়ানো যাবে না, নখ বা চুল কাটা যাবে না। হিদায়া কিতাবেও একই মাসআলা বর্ণিত হয়েছে। মৃতের গোঁফ ছাঁটা, বগলের নিচের পশম বা নাভীর নিচের লোম অপসারণ—এসব কিছুই জায়েজ নয়। বরং এসব অবস্থায়ই তাকে দাফন করা হবে।

প্রমাণসূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা (৭/১৩৯), শরহুল মুনইয়াহ (৫৭৯), আদ্দুররুল মুখতার (২/১৯৮), আল বাহরুর রায়েক (২/১৭৩), ফাতাওয়া হিন্দিয়া (১/১৫৮)।

No comments

Powered by Blogger.