ইসি কারও প্রভাবে কাজ করে না: শাপলা প্রতীক নিয়ে সিইসি নাসির উদ্দিন

 ইসি কারও প্রভাবে কাজ করে না: শাপলা প্রতীক নিয়ে সিইসি নাসির উদ্দিন



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 

গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে কোনো তদন্ত করতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। তিনি স্পষ্টভাবে জানান, কোনো দলকে শাপলা প্রতীক দেওয়া হবে কি না, তার ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা ইসির নেই। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত, আর ইসি কারও প্রভাবে কাজ করে না—নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে সিইসি বলেন, 

নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তাদেরও দেওয়া হয়নি। সে বিষয়ে তেমন আলোচনা হয়নি, তাহলে এনসিপির ক্ষেত্রে এত প্রশ্ন কেন?  শাপলা প্রতীক বরাদ্দ কমিশনের সিদ্ধান্ত, এ বিষয়ে ইসি ব্যাখ্যা দেবে না। কোনো দল বা নাগরিক চিঠি দিতে পারে, তাতে সমস্যা নেই। তবে ইসি নিরপেক্ষভাবে নিজস্ব সিদ্ধান্তেই কাজ করে।

তিনি আরও বলেন, সব দল নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাবে বলে কমিশন আশা করে। রাজনীতিবিদদের কেউ নিয়ম ভাঙার মানসিকতা নিয়ে মাঠে নামেননি। কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে। নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে গত মাসেই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অস্পষ্টতা বা অভিযোগ থাকলে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সিইসি আরও জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসি সফল হবে। রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য যা যা দরকার, কমিশন তার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজন করতে চাই।”

No comments

Powered by Blogger.