ঘোষণা শোনার পরই বাজারে বেড়েছে খোলা তেলের দাম

 ঘোষণা শোনার পরই বাজারে বেড়েছে খোলা তেলের দাম


ব্যবসায়ীদের প্রস্তাবের পর গত সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে কতটা বাড়ানো হবে, তা ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে নির্ধারণ করা হবে বলে জানানো হয়।


কিন্তু বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের তেলের দাম বেড়ে গেছে বাজারে। গত তিন-চার দিনে এই দুই ধরনের তেলের দাম লিটারপ্রতি প্রায় পাঁচ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।


খুচরা বাজারে বর্তমানে প্রতি লিটার তেলের দাম সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকায় এবং সুপার পাম অয়েল লিটারপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায়। অথচ চার দিন আগেও খোলা সয়াবিন ছিল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা লিটারপ্রতি।


সম্প্রতি লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। এরপর বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছে। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।


খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বাড়ার প্রভাবেই খুচরা বাজারে খোলা তেলের দাম বেড়েছে। বর্তমানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিনের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০০ টাকায়, আর সুপার পাম অয়েলের ড্রাম ২৯ হাজার থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।


তবে বোতলজাত তেলের খুচরা দাম অপরিবর্তিত থাকলেও পাইকারি বাজারে প্রতি ড্রামে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এর আগে গত ৩ আগস্ট থেকে নির্ধারিত মূল্য ছিল—বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা লিটারপ্রতি।


No comments

Powered by Blogger.