সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই, তাই দাম বাড়ানোর প্রশ্নই আসে না। তিনি দাবি করেন, সারের বাজার নিয়ন্ত্রণে পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, দেশে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় আমদানি ও অন্যান্য পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “জ্বালানির দাম বেশি হলেও সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় তিনি জানান, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন বিএডিসিকে সার আমদানির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানে আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে ১০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে জৈব সারের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বালাইনাশক বিধিমালা সংশোধনের কাজ চলছে। গত এক বছরে ২,৬৪৬.১১ কোটি টাকার ৯টি নতুন প্রকল্প অনুমোদন, ৩টি প্রকল্প সংশোধন এবং ২টি বাতিল করা হয়েছে।


No comments