নুরের বার্তা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে

 

নুরের বার্তা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে,  আওয়ামী লীগের, রাজনীতির,নুরুল হক নুর, 
শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। ৫০ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। দলটি এখন মরা লাশ। বিচারিক-প্রক্রিয়ায় এই দলের কাফন-দাফন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

নুর পোস্টে লিখেছেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’

উৎপাত করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়তে হবে উল্লেখ করে নুর রেখেন, ‘আ. লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন।

নুরুল হক নুর বলেছেন, “আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”

তিনি আরও লিখেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন। তার ভাষায়, “পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। ৭৫ সালে শেখ মুজিবের পর ২০২৪ সালে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। দলটি এখন মরা লাশ।”
বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায়ও দরদের রাজনীতি।’

No comments

Powered by Blogger.