নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না : ইসি আনোয়ার

নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না  ইসি আনোয়ার, সুনামগঞ্জ, ফেব্রুয়ারি, নির্বাচন, ইসি, আনোয়ারুল ইসলাম সরকার,  ব্রেকিং নিউজ,

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সতর্ক করে বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কলঙ্কিত বা প্রভাবিত করার চেষ্টা করলে কেউই রেহাই পাবে না। তিনি স্পষ্ট করে জানান, “যে-ই হোক না কেন— যত ক্ষমতাশালী বা প্রভাবশালী— নির্বাচন কমিশন কোনো ধরনের আপস করবে না।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। সারা বিশ্ব এখন বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনকে যেনতেন হতে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন কারও পক্ষে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, এটিই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর একটি ভঙ্গুর দেশীয় পরিস্থিতি থেকে আমরা এখন স্থিতিশীল পরিবেশে এসেছি—এটাই বড় অর্জন। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা সরকার এবং প্রশাসনের স্পষ্ট বার্তা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।”

সুনামগঞ্জের দুর্গম ৫০৯টি কেন্দ্রের জন্য আলাদা বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না। প্রিসাইডিং কর্মকর্তারা যেন প্রতিটি কেন্দ্রে দায়িত্বশীলভাবে ‘চিফ ইলেকশন কমিশনার’-এর মতো ভূমিকা পালন করেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে আছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সব রকম সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে— পুলিশ, আনসারসহ সবাই আপনাদের পাশে থাকবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান।

এ ছাড়া ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মো. মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগত সমর্থন বিএনপির

No comments

Powered by Blogger.