প্রশাসন এখন যেন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ


প্রশাসন এখন যেন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ,আজকের খবর, সর্বশেষ সংবাদ,এনসিপি ,হাসনাত আব্দুল্লাহ,ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, ভাইরাল নিউজ, সামাজিক যোগাযোগমাধ্যমের খবর, আজকের সংবাদ আপডেট, বাংলাদেশ খবর,আজকের প্রধান খবর,দেশের রাজনীতি ,
গোলটেবিল আলোচনায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: যুগান্তর

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই এখন প্রশাসন ও পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচনের সময় তাদের ভূমিকা আদৌ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সন্দিহান দলগুলো। সম্প্রতি বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন যে, প্রশাসনের সব রদবদল তার হাতেই থাকবে। তবু যেন বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা নিশ্চিন্ত হতে পারছেন না।


 
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তো বলেই দিয়েছেন, ‘প্রশাসন ও পুলিশের চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসন এবং পুলিশ ‘কেবলা পরিবর্তন’ করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি, তারা হচ্ছে  ন্যাশনাল কারেন্ট পার্টি। মানে যে যখন ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের পক্ষে কাজ করে।


শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, প্রশাসনের ওপর পুরোপুরি ভরসা করতে না পারায় কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো অনিয়মের আশঙ্কায় তিনি দুশ্চিন্তায় আছেন।


নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থব্যয়ের প্রসঙ্গ তুলে এই এনসিপি নেতা আরও বলেন, “আমার আসনে গত নির্বাচনে জয়ী প্রার্থী ১২৬ কোটি টাকা ব্যয় করেছেন, আর যে প্রার্থী পরাজিত হয়েছেন তিনিও খরচ করেছেন ৭০ কোটি টাকা। আমি নিজে তো ৭০ লাখ টাকাও ব্যয় করার সামর্থ্য রাখি না।”

No comments

Powered by Blogger.