সাভারে গোয়েন্দা পরিচয় ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই

 

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, তদন্তে পুলিশ

সাভারে আবারও ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ভুক্তভোগী এক ডেইরি ফার্মের কর্মচারী, যার কাছ থেকে এক লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনার বিষয়ে অভিযোগ নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর খান।

এর আগে গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার অরুণাপল্লি গেটের সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আব্দুল রশিদ সাভারের কলমা এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি ডেইরি ফার্মে চাকরি করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বেতন উত্তোলনের সময় একজন অজ্ঞাত ব্যক্তি আব্দুল রশিদের আশপাশে ঘোরাঘুরি করছিলেন— যা সিসি ক্যামেরায় ধারণ হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে অরুণাপল্লি গেটের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।

পরবর্তীতে ছিনতাইকারীরা অটোচালকের কাছে প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দেয় বলে জানা গেছে।

সাভার মডেল থানার এসআই ফাইজুর খান বলেন, “ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। এটা আসলে ছিনতাই নাকি অন্য কিছু— তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলছে।”

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দীন বলেন, “যারা ডিবি পুলিশের পরিচয়ে অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ডিবি পুলিশ বা স্থানীয় থানায় জানাতে অনুরোধ করছি।”

No comments

Powered by Blogger.