রাকসু নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা শুরু.
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে গণনা শুরু হয়।
ভোট গণনা চলছে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, যেখানে নয়টি ভবনের ১৭টি কেন্দ্রের সব ব্যালট বাক্স আনা হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, প্রতিটি হলে আলাদাভাবে ফল গণনা করা হবে এবং সবশেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে এই মিলনায়তন থেকেই।
তিনি বলেন, “প্রতিটি ব্যালট ১০০ করে বান্ডেল আকারে গোনা হবে। ওএমআর মেশিনে ভোট গণনা পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞ প্যানেল। তিন ধাপে ফল তৈরি হবে—প্রথমে হলভিত্তিক, পরে রাকসু কেন্দ্রীয় ও শেষে সিনেটের ফলাফল প্রকাশ করা হবে। সব মিলিয়ে প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।”
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে প্রিজাইডিং অফিসারদের মধ্যে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়। স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, হালনাগাদ ভোটার তালিকা ও অমোচনীয় কালি সরবরাহ করা হয়।
ভোটগ্রহণের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। বিকেল ৫টার কিছু আগে যারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দিয়ে কেন্দ্রের গেট বন্ধ করা হয়। এরপর ব্যালট বাক্স সিলমোহর করে গণনা কেন্দ্রে পাঠানো হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। তারা ভোট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৯টি অ্যাকাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে।
কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ গুরুত্বপূর্ণ পদ। সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের প্রত্যাশা, শুক্রবার সকাল নাগাদ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
আরো পড়ুন: উপদেষ্টাদের কল রেকর্ড কারও কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং : রিজভী



No comments