যে সরকারই আসুক, সহযোগিতা অব্যাহত থাকবে- বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটে গঠিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত নয়াদিল্লি।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়, সেটিই ভারতের প্রত্যাশা।
আরো পড়ুন : ভারতের মানচিত্রও মুছে যাবে’— কড়া সতর্কবার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী।
তিনি আরও উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিহিংসামূলক বক্তব্য থেকে দুই দেশকেই বিরত থাকতে হবে।


No comments