কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল, জানালেন শিক্ষা সচিব
শিক্ষা সচিব রেহানা পারভীন জানিয়েছেন, খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে। এতে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আলোচনায় বসলে একটি বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। এতে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এর প্রভাব দেখতে কিছুটা সময় লাগবে।
আরো পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা



No comments