নভেম্বরে গণভোট অন্তর্ভুক্ত না হলে জুলাই সনদে স্বাক্ষর করা হবে না: জামায়াত

 নভেম্বরে গণভোট অন্তর্ভুক্ত না হলে জুলাই সনদে স্বাক্ষর করা হবে না জামায়াত,গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামী, জুলাই সনদ, রাজনীতি,  ব্রেকিং নিউজ,

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের এক প্রস্তাব আগামী নভেম্বরে গণভোটে রাখার দাবি না মানলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। 

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে বলেছেন, আগামীকাল (স্বাক্ষর অনুষ্ঠান) আমাদের দাওয়াত আছে—তবে সনদের যে কিছু বিষয়ের নিষ্পত্তি হয়নি, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা থাকলে আমরা অনুষ্ঠানে যেতে আপত্তি করব না। 

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের খসড়া তৈরি করা হলেও উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবটি সনদে নেবে—এটি গণভোটে রাখুন। জনগণের মতামত নিলে ঐ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে; নিলে-ও তা মানতে হবে। তিনি প্রশ্ন তুলেন, জনগণের মতামত না নিয়ে এ সিদ্ধান্ত কিভাবে উপেক্ষা করা সম্ভব হবে? 

তিনি আরও বলেন, কিছু লোক দাবি করছেন একদিনে গণভোট আর নির্বাচন করা হবে—এটিকে বাস্তবে করা সম্ভব নয়; ফলে গণভোট নভেম্বরেই আয়োজন করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোনো বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন; এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেছেন। 

গোলাম পরোয়ার বলেন, এত সংস্কার করেও যদি এখনই কোনো দলের পকেটে রাষ্ট্র ঢোকার মতো বদলির ডিজাইন করা হয়, তাহলে তাদের রক্তদান ও সংগ্রাম বৃথা হয়ে যাবে—সেজন্য এই বিষয়ে সতর্কতা প্রয়োজন। 

আরো পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

No comments

Powered by Blogger.