ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠানকে দায়ী করা অনুচিত: বিএনপি

ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠানকে দায়ী করা অনুচিত বিএনপি, বিএনপি, রুহুল কবির রিজভী, সেনাবাহিনী, আজকের খবর, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, ফ্যাসিবাদী,

চিহ্নিত ব্যক্তির অপরাধ বা অনাচারের দায় কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছে বিএনপি। শনিবার (১১ অক্টোবর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে— গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার অত্যন্ত জরুরি। ন্যায়বিচার শুধু অতীতের অপরাধের জবাবই দেয় না, ভবিষ্যতে যেন এমন অন্যায় আর না ঘটে, সেই নিশ্চয়তাও তৈরি করে। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি।

বিএনপি জানায়, একটি দেশের পরিচালনা হতে হবে ‘ল অফ দ্য ল্যান্ড’ অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো যেমন অনুচিত, তেমনি তাদের অপকর্মের কারণে পুরো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অযৌক্তিক। একজন ব্যক্তির কাজের ভালো-মন্দের দায় কেবল তার নিজের, কোনো প্রতিষ্ঠানের নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী সময়কালে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করে আসছে। এখানে বিবেচ্য বিষয় ব্যক্তির অপরাধ, প্রাতিষ্ঠানিক পরিচয় নয়। কোনো ব্যক্তির বিচ্ছিন্ন অপরাধের দায়ে একটি দেশপ্রেমিক বাহিনীর প্রতি জনগণের আস্থা ও সম্মান ক্ষুণ্ণ করা উচিত নয়।

আরো পড়ুন: দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামার আহ্বান ফখরুলের

বিএনপি আরও জানায়, সেনাবাহিনীর প্রতিটি সদস্যই এই দেশের গর্বিত সন্তান। অধিকাংশ সেনাসদস্য চান, সীমালঙ্ঘনকারীরা বিচার পাক, যাতে ভবিষ্যতে কোনো সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে গুম-খুনের মতো অন্যায় কাজে লিপ্ত হতে না পারে। এই সর্বজনীন আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি সম্পূর্ণ একমত।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.