ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর জোট গড়বে বিএনপি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে বিএনপি আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে সব গণতান্ত্রিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনতে চায়।
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। আমাদের মূল লক্ষ্য—সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখা।
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া হবে—যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতা।
জিয়াউর রহমানের চিন্তাধারার কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শুরু থেকেই যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়নে যুক্ত করার লক্ষ্য নিয়েছিলেন। সেই ভাবনা থেকেই যুবদলের পথচলা শুরু।
যুবদলের ৪৭ বছরের অর্জন তুলে ধরে তিনি বলেন, যুবকদের কর্মসংস্থান, যুববিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং তারুণ্যনির্ভর উন্নয়নের ভাবনা থেকেই আমরা আজ ৩১ দফা কর্মসূচিতে নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করেছি।
তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা জানতে দেশব্যাপী সফরের কথাও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তরুণদের মেধা, চিন্তা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ গড়ে তুলব—এটাই আমাদের অঙ্গীকার।
আরো পড়ুন: আগামী নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আলোচনা যে কারণে
আরো পড়ুন: আগামী নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানালো ইসি


No comments