রাতের অন্ধকারে ভোট নয়, চাই স্বচ্ছ নির্বাচন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, রাতের অন্ধকারে ভোট চাই না; আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন।
রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচনের পরিবেশ, সাংবাদিকদের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে তিনি সুস্পষ্ট বার্তা দেন।
সিইসি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা থাকবে না। নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেন। কেন্দ্র ফাঁকা থাকলে তারা অন্তত ১০ মিনিট থাকতে পারবেন, প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।
তিনি জানান, কমিশনের উদ্দেশ্য পরিষ্কার—সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, “আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে নির্বাচন কাভার করুন। ভুল বা মিথ্যা তথ্য যাতে না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ফ্যাক্ট-চেকিংয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। সংবাদ প্রকাশের আগে যাচাই করা অত্যন্ত জরুরি। কিছু গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল ইতিবাচক ভূমিকা রাখছে, তাদের ধন্যবাদ জানাই।
নারী ও পুরুষ ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—তা নিশ্চিত করা হবে বলে জানান সিইসি। তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন এবং সাংবাদিকদের সহযোগিতা করবেন।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে নাসির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর আছে। রোহিঙ্গা ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, নতুন ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, যারা নেতৃত্বে আছেন, তারা দেশের জন্য নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন। কমিশনের কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরো পড়ুন: পিআর নিয়ে আন্দোলন-ভোট বিলম্বই মূল উদ্দেশ্য: মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারাই আমাদের সবচেয়ে বড় সহযোগী। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদই পারে গণতান্ত্রিক নির্বাচনকে সফল করতে।


No comments