নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, সরকার সম্পূর্ণ প্রস্তুত : নৌ উপদেষ্টা

নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, সরকার সম্পূর্ণ প্রস্তুত নৌ উপদেষ্টা, নির্বাচন, সরকার, নৌ-উপদেষ্টা, ব্রেকিং নিউজ, সর্বশেষ সংবাদ, নির্বাচনের খবর,

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই—সরকার সম্পূর্ণ প্রস্তুত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন পরিষ্কার, আমরা নির্বাচন আয়োজন করছি। নির্বাচন পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, সরকার সেখানে শুধু সহায়তার ভূমিকা রাখবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনের বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এম সাখাওয়াত হোসেন বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে দেশের সবচেয়ে বেশি ইলিশ ভোলাতেই পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা, এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন: ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান।

আরো পড়ুন: ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর জোট গড়বে বিএনপি

No comments

Powered by Blogger.