জামাল জানালেন হংকংকে গোল উপহার দেওয়ায় তার হতাশা

 

জামাল জানালেন, হংকংকে গোল “উপহার” দেওয়ায় তার হতাশা খেলার খবর,আজকের খবর সর্বশেষ সংবাদ ব্রেকিং নিউজ বাংলাদেশ খবর আজকের প্রধান খবর দেশের রাজনীতি সংবাদ ভাইরাল নিউজ সামাজিক যোগাযোগমাধ্যমের খবর আজকের সংবাদ আপডেট

সম্ভাবনা জাগিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। হংকং চায়নার মাঠে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের। এর ফলে ২০২৭ এশিয়ান কাপের মঞ্চে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেছে।

হংকং থেকে তাই হতাশা নিয়েই আজ দেশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিতুল মারমারা। প্রথম লেগে ঢাকায় দুর্দান্ত খেলেও ৪-৩ গোলে হারের পর দ্বিতীয় লেগেও জয় হাতছাড়া হওয়ায় হতাশা লুকাননি জামাল। ম্যাচ শেষে তিনি বলেন, “চার গোলের মধ্যে তিনটা আমরা নিজেরাই উপহার দিয়েছি তাদের। এটা আমি ছেলেদেরও বলেছি।”

তার কথায় ভুল নেই। দুই লেগেই প্রতিপক্ষের গোল এসেছে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে। সর্বশেষ ম্যাচেও প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করতে হয়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয় না পাওয়ার আক্ষেপ আছে অধিনায়কের কণ্ঠে। জামাল বলেন, “ফাহমিদুলকে বলেছিলাম— নামার পর খেলায় পরিবর্তন আনতে হবে, কারণ তখন দল ভালো খেলছিল না। ও ইতিবাচক ছিল, আমিও ছিলাম। ওরা লাল কার্ড দেখেছে, আমরা গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা প্রায় পেয়েই গিয়েছিলাম, কিন্তু হয়নি। তারপরও যারা দ্বিতীয়ার্ধে নেমেছে, তারা দারুণ খেলেছে।”

দেশের ক্রিকেটে ঐতিহাসিক পদক্ষেপ: নারী ক্রিকেটারদের জন্য ছেলেদের সমান ভাতা

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে জামাল বলেছেন, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, গোল হজম করলে সমস্যা হয়। লিগের দুইটা ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’




No comments

Powered by Blogger.