জামায়াত নেতা কীভাবে উপদেষ্টাদের কল রেকর্ড সংগ্রহ করলেন

 

জামায়াত নেতা কীভাবে উপদেষ্টাদের কল রেকর্ড সংগ্রহ করলেন নির্বাচনের খবর, আজকের খবর সর্বশেষ সংবাদ ব্রেকিং নিউজ বাংলাদেশ খবর আজকের প্রধান খবর দেশের রাজনীতি সংবাদ ভাইরাল নিউজ সামাজিক যোগাযোগমাধ্যমের খবর আজকের সংবাদ আপডেট

 অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত— তাদের নাম ও কণ্ঠ রেকর্ড রয়েছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে এক টক শোতে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান প্রশ্ন তোলেন, “উপদেষ্টাদের কল রেকর্ড জামায়াত নেতা কীভাবে পেলেন?”

জাহেদ উর রহমান বলেন, ‘কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচনসহ সব কিছুর সঙ্গে খুব বেশি সম্পর্কিত। নাহিদ ইসলাম তার বক্তব্যে যে দাবি করেছেন, তাতে বেআইনি কিছু নেই। তিনি উপদেষ্টা ছিলেন, তার কাছে তথ্য থাকতেই পারে। কিন্তু তিনি দাবি করেননি যে তার কাছে কল রেকর্ড আছে।

তিনি বলেন, “নাহিদ ইসলামের বক্তব্য ও জামায়াত নেতার কল রেকর্ড সংক্রান্ত মন্তব্যের মধ্যে মৌলিক পার্থক্য আছে। যদি জামায়াত নেতার কাছে প্রকৃতপক্ষে কোনো কল রেকর্ড না থাকে এবং তিনি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এমন দাবি করে থাকেন, তবে সেটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তিনি চাইলে স্বাভাবিকভাবে সমালোচনা করতে পারতেন, কিন্তু যদি রেকর্ড না থেকেও এমন দাবি করে থাকেন, তাহলে তা মিথ্যা তথ্য উপস্থাপনের শামিল।”

এটা ভয়ংকর।’

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

তিনি আরো বলেন, ‘যদি তার কাছে কল রেকর্ড থেকে থাকে, তাহলে প্রশ্ন ওঠে উপদেষ্টাদের কল রেকর্ড জামায়াত নেতার কাছে গেল কিভাবে? কল রেকর্ড কোনোভাবেই জামায়াত নেতার কাছে যাওয়া সম্ভব নয়। এখানে মারাত্মক আইনি ব্যত্যয় ঘটেছে। সরকারের উচিত জামায়াত নেতা ডা. তাহেরকে জিজ্ঞাসাবাদ করা। এটা জানতে হবে তিনি কিভাবে কল রেকর্ড পেলেন।

বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।’







No comments

Powered by Blogger.