গণতন্ত্রের পথে সংকট ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটাতে পারে: রিজভী

গণতন্ত্রের পথে সংকট ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটাতে পারে রিজভী, বিএনপি, রুহুল কবির রিজভী, সংবাদ সম্মেলন, ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, আজকের খবর,

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করে বলেছেন, গণতন্ত্রের অভিযাত্রায় সংকট তৈরি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আনুপাতিক ভোট (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, “বিশ্বের যেসব দেশ উন্নত গণতান্ত্রিক চর্চায় এগিয়ে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র—সেখানেও প্রার্থীকেই সরাসরি ভোট দেওয়া হয়। তাহলে হঠাৎ করে আমাদের দেশে পিআর-ই উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল—এমন দাবি করা অবান্তর। এতে জনমনে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা আছে। তাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে।”

তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের যাত্রায় অংশ নেওয়া সব পক্ষের উচিত এমন অবস্থানে পৌঁছানো, যাতে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় কোনো বাধা না আসে। অন্যথায় ‘কালো ঘোড়া’ প্রবেশ করতে পারে—এটা আমরা কেউই চাই না।”

রিজভী আরও বলেন, “পিআর পদ্ধতি নিয়ে উন্নত দেশগুলোতেও সমালোচনা ও বিতর্ক চলছে। জাপানের মতো গণতান্ত্রিক দেশেও কেবল ৩৭ শতাংশ আসনে পিআর চালু। সুতরাং আমাদের দেশে হঠাৎ করে এটি বাস্তবায়নের উদ্যোগ বিভ্রান্তি তৈরি করবে। গণমাধ্যমে প্রকাশিত জরিপেও দেখা গেছে, অধিকাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে অনবগত বা বিভ্রান্ত।”

গণভোট ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “জুলাই সনদে গণভোটের বিষয় আছে, তবে কয়েকটি দল এটি আগে করার প্রস্তাব দিয়েছে। কিন্তু ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যদি জাতীয় নির্বাচন হয়—রোজার আগে তা শেষ করতে হবে। সেক্ষেত্রে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গেই করা বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। বিনিয়োগ প্রায় শূন্যে নেমেছে, কারণ নির্বাচিত সরকার নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে না দিলে এই সংকট আরও তীব্র হবে।”


No comments

Powered by Blogger.