জাতিসংঘে প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা বাংলাদেশকে

জাতিসংঘে প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা বাংলাদেশকে

  
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস।শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনরায় নিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার। 

সূত্র জানায়, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও একই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

রনির মন্তব্য ক্ষমতা ধরে রাখতে আ. লীগ ভয় ব্যবহার করছে

রনির মন্তব্য ক্ষমতা ধরে রাখতে আ. লীগ ভয় ব্যবহার করছে

পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা চার বছর আগে দিয়েছিলাম। আমাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। কিন্তু ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয় এবং তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করেনি, যা স্বাভাবিক হতো।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন 

আরো পড়ুন : এনসিপি ছাড়লেন আরো ২ নেতা


No comments

Powered by Blogger.