ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

 

ভারতে আজ বিজয় দশমীতে বিভিন্ন নদনদীতে দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে।
ভারতে আজ বিজয় দশমীতে বিভিন্ন নদনদীতে দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনে দুই দুর্ঘটনা, নিহত ১৩ জনের মধ্যে ১০ শিশু

ভারতের মধ্যপ্রদেশে বিজয়া দশমীর দিনে দুর্গা বিসর্জন দিতে গিয়ে দুটি আলাদা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনা: উজ্জান

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উজ্জানের ইঙ্গোরিয়ায় দুর্গা বিসর্জনে যাওয়ার সময় একটি ট্রাক্টর-ট্রলি রেলিং ভেঙে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছরের এক শিশু ভুল করে ট্রাক্টর চালু করে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলিতে থাকা ১২ শিশু নদীতে পড়ে যায়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, একজন এখনো নিখোঁজ। পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ শিশুর খোঁজে নদীতে অভিযান চালাচ্ছে।

দ্বিতীয় দুর্ঘটনা: খানদাওয়া

এদিন খানদাওয়া জেলার পান্দানা তেহসিলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর্দলা ও জামিল এলাকার প্রায় ২০–২৫ জন গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে বিসর্জন দিতে যাচ্ছিলেন। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন কন্যাশিশু। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটিতে অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছিল। ক্রেন দিয়ে যানটি উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের খোঁজে ডুবুরিদের তল্লাশি অভিযান চলছে।

মুখ্যমন্ত্রীর শোক

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.