বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়, ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ, অস্ট্রেলিয়া, নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল, আলানা কিং, পাকিস্তান,

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেন পুনর্জন্ম নিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের স্পিন আক্রমণে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে যখন বিশ্বকাপের ইতিহাসে এক বিশাল অঘটনের মুখে দলটি, তখন দৃঢ়তার প্রতীক হয়ে উঠলেন বেথ মুনি। তার ধৈর্যশীল কিন্তু শাণিত ব্যাটিং একাই বদলে দিল ম্যাচের মোড়। খেললেন ১০৯ রানের অনবদ্য ইনিংস, যেটির ওপর ভর করেই বর্তমান চ্যাম্পিয়নরা ১০৭ রানের ব্যবধানে উড়িয়ে দিল পাকিস্তানকে।

কলম্বোর গরমে ৫০ ওভারে ২২১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস—যেখানে এক সময় ১৫০ রানও অসম্ভব মনে হচ্ছিল। পাকিস্তানের দুই স্পিনার নাশরা সন্দহু (৩-৩৭) ও রামিন শামীম (২-২৯) একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের দখল নিতে শুরু করেছিলেন।

তবে মুনি তখন অন্য গল্প লিখছিলেন। প্রথমে কিম গার্থের সঙ্গে ৩৯ রানের জুটি, এরপর আলানা কিংয়ের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন তিনি।

নম্বর ১০ ব্যাটার কিংও হয়ে উঠেন সহযোদ্ধা—৫১ রানে অপরাজিত থেকে তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি। শেষ পাঁচ ওভারে এই দুই ব্যাটার তুলেন ৫৯ রান, আর সেখানেই হারিয়ে যায় পাকিস্তানের জয়ের স্বপ্ন।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই বিপর্যয়ে পড়ে—মাত্র ৪৯ রানে হারায় ৬ উইকেট। সিদরা আমিন (৩৫) কিছুটা প্রতিরোধ গড়লেও তা ছিল ব্যর্থ প্রচেষ্টা।

আরো পড়ুন : বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে নাম লেখালেন রোনালদো

শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে কিম গার্থ নেন ৩ উইকেট মাত্র ১৪ রানে।

এই জয়ে তিন ম্যাচে ২ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অপরদিকে টানা তৃতীয় হারে বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নে রঙিন পাকিস্তানের।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.