বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিআর আন্দোলনকে “পরিকল্পিত রাজনৈতিক ছলনা”- নাহিদ ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলনকে “পরিকল্পিত রাজনৈতিক ছলনা” আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, জামায়াত ঘোষিত তথাকথিত পিআর আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল ঐকমত্যের কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বিপথে নেওয়া এবং জাতীয় সংলাপকে জনগণের গণআন্দোলনের দাবির কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া।
নাহিদের ভাষায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা ও জবাবদিহিমূলক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার অংশ হিসেবে জুলাই সনদের একটি মৌলিক সংস্কার প্রস্তাব। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এই এজেন্ডা হাইজ্যাক করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
তিনি অভিযোগ করেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কারের পক্ষে ছিল না—তারা কেবল রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এই ইস্যুকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের অংশগ্রহণ ছিল সংস্কারের প্রতি বিশ্বাস নয়, বরং রাজনৈতিক অনুপ্রবেশ ও অন্তর্ঘাতের কৌশল।
নাহিদ আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন এসব প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পারছে। তারা আর কখনো সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের ওপর শাসন করতে দেবে না।
আরো পড়ুন: নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না : ইসি আনোয়ার




No comments