নির্বাচন নিয়ে বিভ্রান্ত দুজন তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

নির্বাচন নিয়ে বিভ্রান্ত দুজন তথাকথিত সিনিয়র সাংবাদিক  প্রেস সচিব, শফিকুল আলম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,  ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, প্রধান খবর,

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই; বরং বিভ্রান্তি তৈরি করছেন দু–একজন তথাকথিত সিনিয়র সাংবাদিক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি তো দেখছি মানুষ খুব স্বাভাবিকভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কনফিউশন আসলে দু–একজন সিনিয়র সাংবাদিকের মধ্যেই। তারা মাঝে মাঝে টেলিভিশনে এসে এমনভাবে কথা বলেন যেন ‘মার্কেট গরম’ করতে চান।

আরো পড়ুন : এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, “আমরা দেখছি, দেশের মানুষ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে। আপনি যদি গ্রামে যান, দেখবেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসাহ আর উত্তেজনা কতটা বেশি। আজই একটি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে—এটাই প্রমাণ করে নির্বাচন ঘনিয়ে এসেছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.