বাংলাদেশ সফর করলেন টেলিনরের সিইও, কথা বললেন গ্রাহকের সঙ্গে

 

বাংলাদেশ সফর করলেন টেলিনরের সিইও, কথা বললেন গ্রাহকের সঙ্গে

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছেন। এ সপ্তাহে তাঁর এ সফরের খবর জানায় গ্রামীণফোন।

বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার টেলিনর। গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, সিইওর এ সফর বাংলাদেশের মানুষের প্রতি টেলিনরের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। সফরের শুরুতে বেনেডিক্টে স্থানীয় বাজারে গিয়ে পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন।

বিজ্ঞপ্তিতে বেনেডিক্টের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, টেলিনরের জন্য বাংলাদেশ সবচেয়ে গতিশীল বাজারগুলোর একটি। গ্রাহক, গ্রামীণফোনের সহকর্মী ও অংশীদারদের সঙ্গে সরাসরি সময় কাটিয়ে তিনি উপলব্ধি করেছেন, সংযোগ বা কানেকটিভিটি কীভাবে সমাজে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।”

সফরকালে বেনেডিক্টে বাংলাদেশের ব্যবসায়ী নেতা ও গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসেবে টেলিনরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রামীণফোনের অফিসে গিয়ে কর্মীদের সঙ্গেও সময় কাটান এবং সরাসরি তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

No comments

Powered by Blogger.