ভারত পাকিস্তানকে হারিয়ে আবারও সহজ জয় পেল
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সুপার ফোরেও একই চিত্র। দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করে শাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে অভিষেক শর্মা (৩৯ বলে ৭৪) ও শুভমান গিলের ঝড়ো সূচনায় ভর করে ভারত ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে সহজ জয় পায়।
এশিয়া কাপে গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও পাকিস্তান ব্যর্থ। দুবাইয়ে টসে হেরে ব্যাট করে শাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ১৭১ রান তোলে তারা। জবাবে অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ইনিংস ও শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে নেয় ভারত।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিল গড়েন ১০৫ রানের উদ্বোধনী জুটি। ২৮ বলে ৪৭ রান করা গিলকে ফেরান ফাহিম আশরাফ। তবে বেশি সময় টিকতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদবও; হ্যারিস রউফের বলে আবরার আহমেদের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরতে হয় তাকে।


No comments