এস আলম গ্রুপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ



ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে তাদের দেশে ফেরত আনার লক্ষ্যে দুদক ইন্টারপোলের সহযোগিতা চেয়ে আবেদন জানায়। আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।


আইনজীবীরা জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হলে বিদেশে অবস্থানরত আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া সহজ হবে।



No comments

Powered by Blogger.