এস আলম গ্রুপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে তাদের দেশে ফেরত আনার লক্ষ্যে দুদক ইন্টারপোলের সহযোগিতা চেয়ে আবেদন জানায়। আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
আইনজীবীরা জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হলে বিদেশে অবস্থানরত আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া সহজ হবে।
No comments