এবার ফিলিস্তিনের পক্ষে সরব অস্কারজয়ী অভিনেত্রী

 

এবার ফিলিস্তিনের পক্ষে সরব অস্কারজয়ী অভিনেত্রী
জেনিফার লরেন্সরয়টার্স ফাইল ছবি

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এটি গণহত্যার চেয়ে কম কিছু নয়।”

শুক্রবার স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁকে বারবার গাজা যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করেন। আয়োজকেরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে লরেন্স নিজেই অবস্থান পরিষ্কার করে বলেন, “আমি ভয় পাচ্ছি। যা ঘটছে, তা ভয়ংকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।”

রাজনীতি ও প্রজন্ম নিয়ে উদ্বেগ

লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন। তাঁর মতে, তরুণ প্রজন্ম এমন এক বাস্তবতায় বেড়ে উঠছে, যেখানে সততা নেই, নেতারা মিথ্যা বলেন এবং সহানুভূতির অভাব প্রকট। তিনি সতর্ক করে বলেন, “পৃথিবীর এক প্রান্তে যা ঘটছে, আপনি যদি তা উপেক্ষা করেন, শিগগিরই সেটি আপনার কাছেও পৌঁছাবে।”

শিল্পীদের দায় নয়

তবে লরেন্স মনে করেন, বিশ্বের জটিল রাজনৈতিক সংকটের সমাধান শিল্পীদের কাছ থেকে আশা করা ঠিক নয়। তাঁর ভাষায়, “আমার বক্তব্য যেন রাজনৈতিক হাতিয়ার না হয়। এর দায়ভার যাঁদের, তাঁদেরই কাঁধে থাকা উচিত।”

স্বাধীন মতপ্রকাশের সংকট

অভিনেত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এ কারণেই চলচ্চিত্র উৎসবগুলো এখন আরও জরুরি হয়ে উঠেছে। তাঁর কথায়, “এখানে আমরা একে অপরের গল্প শুনি, বুঝি—আমরা সবাই পরস্পর সংযুক্ত, সবাই গুরুত্বপূর্ণ, এবং সবাই সহানুভূতি ও স্বাধীনতার যোগ্য।”

নতুন ছবি ডাই মাই লাভ

লরেন্সের নতুন ছবি ডাই মাই লাভ আজ রাতেই সান সেবাস্তিয়ানে প্রিমিয়ার হতে যাচ্ছে। এতে তিনি অভিনয় করেছেন সদ্য মা হওয়া এক নারী ‘গ্রেস’-এর চরিত্রে, যিনি মানসিক অস্থিরতায় ভুগে দাম্পত্য জীবনে টানাপোড়েনে পড়েন। কানে ছবিটি প্রদর্শিত হলে ছয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পান লরেন্স। সাহসী অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত এই সিনেমাটি ইতিমধ্যেই ২৪ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম মুবি

তথ্যসূত্র: ভ্যারাইটি

No comments

Powered by Blogger.