দুর্গোৎসবের উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দুর্গোৎসবের উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানালেন তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আরো পড়ুন: দেশে গুপ্ত স্বৈরাচারের শঙ্কা তারেক রহমান
তিনি উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ পাচ্ছে—এটিই বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন। এর ভেতর দিয়েই গড়ে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
তারেক রহমান বলেন, সংবিধান ও রাষ্ট্র প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। ইসলামের শিক্ষাতেও অন্য ধর্মাবলম্বীদের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব।
আরো পড়ুন: দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের ভিডিও বার্তা
তিনি আরও বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রতিটি নাগরিক অন্যের নিরাপত্তা ও সম্মান রক্ষায় ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশিত। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানাই।
হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন এবং সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। শেষে তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—আমরা বিএনপি সবসময় এই বিশ্বাসে অবিচল। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই।”


No comments